সৈয়দপুরে আ.লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ পিএম | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৩২ পিএম
সৈয়দপুরে আ.লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান

নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ ল প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। রোববার রাতে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজার এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠান চত্বরে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নীলফামারী-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর সাংগঠনিক  জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। আনোয়ার হোসেন বর্তমানে কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের লীগের সভাপতি ছিলেন। তার নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতারা একযোগে বিএনপিতে যোগ দেন। বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যানসহ প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দেন। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্ষমতা তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করবে। সৈয়দপুর-কিশোরগঞ্জ এলাকায় বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বাড়ছে।