সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলন মামলায় গ্রেফতার ২

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৫ পিএম
storage/2026/january/06/news/fair-news-service_695d121027706-1767707152.jpg

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় সোনারগাঁয়ে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলা ডিবি ও সোনারগাঁ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকির ও ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্যকে গ্রেপ্তার করে। সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের গতকাল মঙ্গলবার নারায়নগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনকে গত সোমবার রাতে ঢাকার বনশ্রী আবাসিক এলাকার নিজ বাসা থেকে এবং সোনারগাঁ উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকার নিজ বাড়ি থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জাকির হোসেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে এবং খালেদা আক্তার রোজি উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মৃত রেহান উদ্দিনের মেয়ে। গ্রেপ্তারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সোনারগাঁয়ে নৌ পথে চাদাঁবাজী, ভুমিদস্যুতা, সন্ত্রাসী, ডাকাতি, বালু সন্ত্রাসী, মাদক ব্যাবসা, সাধন, রিপন ও গোলজার হত্যা মামলা রয়েছে। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্যের বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে। সোনারগাঁ থানার ওসি মোঃ মহিবুল্লাহ সাংবাদিকদের জানান, সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় জাকির হোসেন ও খালেদা আক্তার রোজি নামে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দু’জনকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। জাকির হোসেন ও খালেদা আক্তার রোজি নামে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দু’জনকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে