মঙ্গলবার বিকাল ০৩.০০ টা থেকে সন্ধ্যা ০৬.০০টা পর্যন্ত বেগমগঞ্জ উপজেলায়- নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করণ ও পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর বাজার মূল্য স্বাভাবিক রাখার উদ্দ্যেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাদত হোসেন। মহাসড়ক আইন ২০২১ এর ১৪ (২) ধারা এবং স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯ (২)ধারায় রাজগঞ্জ ছয়ানি সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় ১৮০০০ টাকা অর্থ দণ্ড করা হয়। এ সময় ২০ ঘনফুট বালি জব্দ করে নিলামে ৪৫০ টাকা বিক্রি করা হয়। এ দিকে শাহ আলম চেয়ারম্যান'র রাস্তার মাথা ও কেন্দুরবাগ বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)'র মূল্য স্বাভাবিক রাখার উদ্দ্যেশ্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয়ের ভাউচারসহ অপরাধ প্রমাণিত হওয়ায় এবং মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় মো লোকমান হোসেন (৫৫), পিতা- মৃত আব্দুল গোফরানকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা এবং আব্দুল হক (৪২), পিতা-কোরবান আলীকে ১০,০০০/- (দশ হাজার) টাকাসহ মোট ০২টি মামলায় ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা অর্থদন্ড দেয়া হয়। এ সময় সেনাবাহিনী পুলিশ মোবাইল কোর্টে সহযোগিতা করেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।