শৈলকুপা আসনটি উদ্ধার করতে মরিয়া বিএনপি

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬, ০১:৪৭ পিএম
শৈলকুপা আসনটি উদ্ধার করতে মরিয়া বিএনপি

আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রভাবশালী ঘাঁটি হিসেবে পরিচিত ঝিনাইদহ ১ শৈলকুপা আসনে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠ এখন বেশ সরগরম। দীর্ঘ দিনের হারানো এই আসনটি উদ্ধার করতে বিএনপি  ও জামায়াত মরিয়া হয়ে উঠেছে।যার কারনে  জামায়াত, বিএনপিসহ একাধিক  প্রার্থী ব্যাপক ও প্রচারণায় নেমেছেন। জনসভা, কর্মিসভা, হাটবাজার ও সামাজিক অনুষ্ঠানকে ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপে নির্বাচনী আমেজ স্পষ্ট হয়ে উঠেছে। আসনটিতে এবার বিএনপি থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল এ্যাডঃ মোঃ আসাদুজ্জামান,  বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকুপা উপজেলা শাখার আমির অধ্যাপক এ এস এম মতিউর রহমান, বাংলাদেশি কমিউন্ট লীগের শহিদুল এনাম পল্লব,এবি পাটির এ্যাডঃ মতিয়ার রহমান,জাতীয় পাটির মনিকা আলমসহ ৬জন দলীয় ভাবে মনোনয়ন নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছে। ।বর্তমানে আসনটিতে বিভিন্ন দলের মােট ৬জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি'র প্রার্থী বিভিন্ন জায়গায় সভা সমাবেশ  শুরু করেছে। দীর্ঘ  ১৬ বছর ধরে আওয়ামী লীগের একচ্ছত্র প্রভাবের কারনে বিএনপি ও জামায়াতের  রাজনীতি করার সুযোগ ছিল না বললেনই চলে। তবে জুলাই বিপ্লবের পর রাজনৈতিক পটপরিবর্তনে পরিস্থিতি বদলে যায়। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ায় দলটির নেতাকর্মীরা অনেকে আত্মগোপনে রয়েছেন। ফলে বিরোধী দল ও নতুন প্রার্থীদের জন্য মাঠ এখন উন্মুক্ত বলে অনেকেই জানান। জানা গেছে ১৪টি ইউনিয়ন ১টি পৌরসভা মিলে ঝিনাইদহ ১ শৈলকুপা আসন টি গঠিত।এই আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ২৫ হাজার ৯৭৭ জন। এদিকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পযন্ত এক  প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন।সেই সাথে  ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ, ভোট প্রার্থনা এবং সমর্থক জোগাড় করতে গ্রাম থেকে উপজেলা পর্যন্ত রাজনৈতিক তৎপরতা এখন চোখে পড়ার মতো। জামায়াত প্রার্থী ও বিএনপি প্রার্থী ইতোমধ্যে গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে গণসংযোগ শুরু করেছেন। ভোটকেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করেছে তারা। জামায়াত প্রার্থী এ এস এম মতিউর রহমান জানান আসনটি দেশ স্বাধীনের পর থেকেই আওয়ামী লীগ ও বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছে। তবে এবার জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দেওয়ার জন্য , ভোটারদের কাছে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হচ্ছে। সেই  সাথে দুর্নীতি ও অনিয়মমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতকে সুযোগ দেয়ার দাবি জানান তিনি ভোটার দের কাছে। তবে আসনটিতে বিএনপি  জামায়াত প্রার্থীদের মধ্যে ভোটের হাডাহাডি লড়াই হবে।এদিকে বিএনপি মনোনীত প্রার্থী  সাবেক এ্য্র্টানী জেনারেল এ্যাডঃ মোঃ আসাদুজ্জামান জানান এই আসনটি বিএনপির।   আওয়ামী লীগ আমলে বিএনপি নির্বাচন করতে না পারার কারনে আওয়ামী লীগের দখলে ছিল। এবার আমরা হারানো আসনটি ফিরে পাব।  তিনি আরো বলেন বিএনপি শাসনব্যবস্থার সুযোগ পেলে শৈলকুপাকে মাদকমুক্ত,রাস্তা ঘাট   ও শিক্ষা-চিকিৎসা ক্ষেত্রে উন্নত করা হবে। বাংলাদেশী কমিউন্ট লীগের প্রার্থী শহিদুল ইসলাম পল্লব জানান, দেশে কালো টাকার মালিকদের কাছে সবাই জিম্মি। আমার দাবি সরকারি চাকুরি জীবিদের মতো কৃষকদের পেনসিয়ান ভাতা চালুকরতে হবে।এইসব বিষয় গুরুত্ন দিয়েজনগন তার বিবেক দিয়ে বিচার করলে ভোটাররা আমাকেই ভোট দিবে। তবে সব মিলিয়ে আওয়ামী লীগের দীর্ঘদিনের ঘাঁটি হিসেবে পরিচিত ঝিনাইদহ -১ শৈলকুপা আসনে এবারের নির্বাচন জামায়াত ও বিএনপির মধ্যে  লড়াই হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।