আগৈলঝাড়া খালেদা জিয়ার স্মরণে দোয়া

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৮ পিএম
আগৈলঝাড়া  খালেদা জিয়ার স্মরণে দোয়া

বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৪ জানুয়ারি) আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো: মাহবুবুর রহমান এর সভাপতিতে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদের সাবেক সাধারণ সম্পাদক মো:হেমায়েত তালুকদার , জাতীয়তাবাদি মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আগৈলঝাড়া সভাপতি মো: মিঠু মৃর, আগৈলঝাড়া প্রেসক্লাব সহ সভাপতি মো: মাসুম হাওলাদার , মো: সাইফুল মৃধা, আহাদ তালুকদার সহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মাহবুবুর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এছাড়া বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার ত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাহমুদ। দোয়া মাহফিল শেষে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আগৈলঝাড়ার সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাগত দায়িত্ব পালনে সততা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে