খুলনা জেলা রোভার স্কাউটসের আয়োজনে কয়রায় ৪ দিন ব্যাপি কোর্স ফর রোভার মেট প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় কপোতাক্ষ কলেজ চত্বরে এই প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। খুলনা জেলা রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কপোতাক্ষ কলেজের পরিচালনা কমিটির সভাপতি সাবেক সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিকী। একে সম্মানিত অতিথি ছিলেন কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ। কপোতাক্ষ কলেজের জৈষ্ঠ প্রভাষক বিদেশ মৃধার পরিচালনা এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা রোভার প্রতিনিধি শংকর কুমার রায়, পাইকগাছা কলেজের প্রভাষক সুম্মিতা রানী, খান সাহেব কোমর উদ্দিন কলেজের শরীর চর্চা শিক্ষক মোঃ মোক্তার হোসেন প্রমুখ।