ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সৈয়দ নুর আলম প্রকাশ রাসেল মিয়া (৪৫) নামের এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছেন সরাইল থানা পুলিশ। উপজেলার শাহবাজপুর গ্রামের প্রয়াত সৈয়দ আলম মিয়ার ছেলে রাসেল বাংলাদেশ কৃষকলীগ শাহজাদাপুর ইউনিয়ন শাখার সম্মানিত সদস্য সচিব। এর তিনি শাহবাজপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার শাহবাজপুর গ্রামে অভিযান পরিচালান করেন। অভিযানকালে কৃষকলীগ প্রিয় নেতা সৈয়দ নুর আলম প্রকাশ রাসেল মিয় কে গ্রেপ্তার করেছেন। একটি হত্যা মামলার আসামী রাসেলকে গতকাল আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া রাসেল গ্রেপ্তারের খবর নিশ্চিত করে বলেন, হত্যা মামলার আসামী রাসেলের বিরূদ্ধে স্থানীয় লোকজনের এন্তার অভিযোগ রয়েছে। আমাদের এই ধরণের গ্রেপ্তারী কার্যক্রম চলমান থাকবে।