লক্ষ্ণীছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৩ পিএম
লক্ষ্ণীছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

খাগড়াছড়ি জেলার লক্ষ্ণীছড়ি উপজেলায় মতবিনিময় সভা করেছেন নবাগত খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত। ৭ জানুয়ারি বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ এর সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, লক্ষ্ণীছড়ি জোনের প্রতিনিধি ক্যাপ্টেন ইফতেখার আলম ভূইয়া, থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা নির্বাচন অফিসার মো: আলতাফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া, উপজেলা সহকারি শিক্ষা অফিসার লিটন চন্দ্র সূত্রধর, চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা ও হেডম্যান উলাপ্রু চৌধুরী প্রমুখ। মতবিনমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি আপনার সবাই জানেন। আমি শুনেছি এ উপজেলার মানুষ শান্তিপ্রি, এখানকার পরিবেশ অনেক ভালো। তাই আচরণবিধি মেনে আগামী দিনগুলোতে ভোটের পরিবেশ আরো শান্তিপূর্ণভাবে বজায় থাকে এই প্রত্যাশা করছি। আর এ উপজেলার উন্নয়নের জন্য কি কি করা প্রয়োজন ইতিমধ্যেই তা আমি জেনেছি। আমার পক্ষ থেকে সবধরনের প্রচেষ্টা থাকবে কিভাবে এলাকাকে এগিয়ে নেয়া যায় তা আমি করবো। তিনি আবারো যেঙ শুনাম লক্ষ্ণীছড়িবাসীর রয়েছে সম্প্রীতির লক্ষ্ণীছড়ি যেনো সবসময় ভালো থাকে সকলের প্রতি সেই আহবান রাখেন।