গাজীপুরের কাপাসিয়ায় দুইদিন ব্যাপী ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে। ৭ জানুয়ারি বুধবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। এর আগে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে তিনি উদ্বোধন করেন। এসময় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং দাঁড়িয়ে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার ইউসুফ আহমেদ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা শিক্ষক সমিতির নেতা ও ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন প্রধান, রাওনাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হাকিম, ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, দোহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা, ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরের প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ প্রমুখ।
উপজেলার ৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী গ্রুপভিত্তিক ৬৫টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার আনুষ্ঠানিক ভাবে অংশগ্রহণকৃত প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়ানুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বাঘিয়া এম আর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ক্রীড়া শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী নয়ন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ওসমান গণি ও কোহিনুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ দুলাল মিয়া।