বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ও ইউনিয়ন বিএনপির আয়োজনে বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নগর আবেদীন। জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সিকদারের সভাপতিত্বে সভাপতি মোঃ কামাল হাওলাদার এর সভাপতিত্বে পৃথকভাবে অনুষ্ঠিত অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। দোয়া ও মোনাজাত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তাঁর ত্যাগ ও সংগ্রাম দেশের মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে তাঁরা তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।