খাজরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৩ পিএম
খাজরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভা

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় চেউটিয়া বাজার কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। আনুলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে খাজরা ইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইখলাসুর রহমান, মাওঃ আয়ুব হোসেন, মাস্টার আবু দাউদ, আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।