বুধহাটায় পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসে কম্বল বিতরণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৪ পিএম
বুধহাটায় পল্লী বিদ্যুৎ সাব-জোনাল  অফিসে কম্বল বিতরণ

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বুধহাটা সাব-জোনাল অফিসের উদ্যোগে শীতার্ত হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার কার্যক্রমের আওতায় ২০ পরিবারকে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন, বুধহাটা সাব-জোনাল অফিসের এজিএম কুমুদ রঞ্জন দেবনাথ। এ সময় তিনি বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে পল্লী বিদ্যুৎ সমিতি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। অনুষ্ঠানে অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার ফকির সাইদুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে উপকার ভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।