আশাশুনিতে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৫ পিএম
আশাশুনিতে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন "ফকরাবাদ আদর্শ যুব সংঘ" খেলার মাঠে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।  বেগম খালেদা জিয়া ও শহীদ ওসমান হাদীর মৃত্যুতে ১ মিনিট নিরাবতা পালনের পর খেলার শুভ উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলাম (মন্টু)। এসময় আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম শরিফুল ইসলাম শরীফ, বিএনপি নেতা আল-মাহমুদ টিক্কা, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সেলিম রেজা, সুমন বিশ্বাস, আব্দুল্লাহ, আফজাল, আলমগীর, মাহিদুল, সাগর, হুসাইন প্রমুখ। খেলায় ১ম রাউন্ডে টাইব্রেকারে ২-১ ব্যবধানে কাটাখালিকে পরাজিত করে, চাঁদখালি টাইব্রেকারে ২-১ ব্যবধানে জামালনগরকে, ফকরাবাদ টাইব্রেকারে ২-১ ব্যবধানে সাতক্ষীরাকে, গদাইপুর টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে বড়দল দলকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে ফকরাবাদ টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে বাতুয়ারডাঙ্গাকে এবং চাঁদখালি ১-০ গোলে গদাইপুরকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনালে টাইব্রেকারে ফকরাবাদকে ২-০ গোলে পরাজিত করে চাঁদখালী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চাম্পিয়ান দলকে বিশ্বকাপের ন্যায় ট্রফি ও নগদ ৮ হাজার টাকা এবং রানারআপ দলকে আকর্ষণীয় ট্রফি ও নগদ ৬ হাজার টাকা পুরস্কৃত করা হয়। খেলায় ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন।