শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর এলাকার উত্তর গড়কান্দায় ভোগাই নদীতে ডুবে ইয়াসিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে। নিহত ইয়াসীন উত্তর গড়কান্দা এলাকার হৃদয় রাজ রোমানের পুত্র। সে বাকপ্রতিবন্ধী ছিল বলে জানিয়েছে পরিবার। পারিবারিক সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১১টার দিকে ইয়াসিন তার নিজ বসতবাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাকে উঠানে দেখতে না পেয়ে বাবা-মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর আনুমানিক ১২টার দিকে ইয়াসিনের চাচি তাসলিমা বেগম বাড়ির পাশের ভোগাই নদীতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।