র্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল বুধবার (৭ জানুয়ারি) রাত অনুমান ০১.৩৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর ফ্যান ফ্যাক্টরীর পূর্ব পার্শ্বের একটি পরিত্যক্ত জমিতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, ০৩টি ফেন্সিডিলের বোতল ও ০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।