কবি সংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত, শিশু সংগঠক চাঁদের হাটের প্রতিষ্ঠাতা, প্রবীণ সাংবাদিক, শিশু সাহিত্যিক, কবি ও সংগঠক গীতিকার রফিকুল হক দাদু ভাইয়ের ৯০ তম জন্মদিন বুধবার (৭ জানুয়ারি ২০২৬)। কবি সংসদ বাংলাদেশ আয়োজন করেছে দাদুভাই শিশু সাহিত্য উৎসব। উৎসবের আহবায়ক শিশু সাহিত্যিক ইমরান পরশ, কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক শিশু সাহিত্যিক তৌহিদুল ইসলাম কনক সদস্য সচিব। প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত শিশু সাহিত্যিক আখতার হুসেন, উদ্বোধন করবেন বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি নাসির আহমেদ। প্রধান আলোচক কবি সংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা কবি ইমরোজ সোহেল, বিশেষ অতিথি থাকবেন, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক রহিম শাহ, বাংলা একাডেমীর উপপরিচালক ডক্টর সাহেদ মমতাজ, ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল ডঃ নজরুল ইসলাম খান কেন্দ্রীয় চাঁদের হাটের সহ-সভাপতি মাজহারুল ইসলাম বুলবুল, দাদু ভাইয়ের জীবনসঙ্গী কবি ফাতেমা হক , সভাপতি থাকবেন কবি ও সাংবাদিক রাজু আলিম, সভাপতি কবি সংসার বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। বিকাল চারটায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, তোপখানা রোড ঢাকায় অনুষ্ঠিত হবে।