দৌলতপুরে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৬ পিএম
দৌলতপুরে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মোট ৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর ।এসময় ভাটায় থাকা প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়।  বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ৩ টি ইট ভাটায় অভিযান পরিচালনা  করেন তারা। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে ইট ভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা, কাঠ ও অবৈধ জ্বালানি ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে মরিচার ইউনিয়নের এমজেবি ব্রিকসের মালিক মিজানুর রহমান মজনুকে ২ লাখ ৫০ হাজার টাকা, জয়রামপুর-কল্যাণপুর এলাকার এমএমজে ব্রিকসের মালিক মতিউর রহমানকে ৩ লাখ টাকা এবং চকমাদিয়া-কামালপুর এলাকার এলএবি ব্রিকসের মালিক শরিফুল ইসলাম সেলিমকে ২ লাখ ৫০ হাজার টাকাসহ মোট ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়।  এসময় পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল হক এবং সিনিয়র কেমিস্ট (প্রসিকিউটর) মো. হাবিবুল বাসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ সহ নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।