গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাবড়িসহ মো. রিফাত (২২) নামে এক যুবককে দস্যুনারায়নপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ৭ জানুয়ারি বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মো. মঞ্জুর হোসেনের পুত্র।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে কাপাসিয়া থানার এসআই (নিঃ) শুভ চন্দ্র রায়ের নেতৃত্বে একটি বিশেষ টিম মাদক উদ্ধার অভিযান চালায়। এসময় দস্যুনারায়নপুর এলাকায় জনৈক সেলিমের বাড়ির সামনে মাদক কেনা-বেচা চলছে বলে গোপন সংবাদ পায়। রাত পৌনে বারোটায় পুলিশ সেখানে পৌঁছালে মাদকা কারবারি রিফাত পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ২০ পিস লালচে রঙের ইয়াবাবড়ি উদ্ধার করে। যার আনুমানিক ওজন ২ গ্রাম।
জিজ্ঞাসাবাদে রিফাত মাদক কেনাবেচার সাথে দীর্ঘদিন যাবত জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম জানান, মাদক সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেয়া হবে না। ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।