বরিশালে অবৈধ ৩ টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৬ এএম
বরিশালে অবৈধ ৩ টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় এবং পিরোজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে বরিশাল পরিবেশ অধিদপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে-পিরোজপুর জেলার সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালিত দুইটি ড্রাম চিমনী ও একটি পাঁজা ইটভাটায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়ার পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। বরিশাল বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং পিরোজপুর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নিখিল চন্দ্র ঢালীর উপস্থিতিতে পিরোজপুর জেলার সদর উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পুলিশ, পিরোজপুরের আনসার সদস্য এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করেন। অভিযানে পিরোজপুর সদর হুলারহাট বানেশ্বপুরের মেসার্স এম.এস.বি ব্রিকস ড্রাম চিমনী ইট ভাটা, মেসার্স এম.এন.বি ব্রিকস ড্রাম চিমনী ইট ভাটা ও মেসার্স আর.আর.বি ব্রিকস পাঁজা ইটভাটার চিমনী এবং কিলন ভেঙে দেয়া হয়েছে। পাশাপাশি কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, এসব ইটভাটা দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং কৃষিজমি, ফসল, পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছিল। অভিযানকালে ইটভাটার চিমনি, কিলন ও অন্যান্য অবকাঠামো সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন জানিয়েছেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে