বিএমজেপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০৯:৫০ এএম
বিএমজেপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুকৃতি কুমার মণ্ডলের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটিতে বীরেন্দ্রনাথ অধিকারীকে আহবায়ক, ভবতোষ মুখার্জি সুবীরকে যুগ্ম আহবায়ক, আর.কে মণ্ডল রবীনকে সদস্য সচিব, ভোলানাথ দাস, পার্থ প্রতিম দাস ও সঞ্জয় চৌধুরেকে সদস্য নির্বাচিত করা হয়েছে। গঠিত কমিটির নেতৃৃবৃন্দকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগীতা করার জন্য বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) কেন্দ্রীয় সভাপতি সুকৃতি কুমার মণ্ডল সকলকে অনুরোধ জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে