পাইপগান ও দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০৯:৫২ এএম
পাইপগান ও দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পাইপগান, কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম তারেকের নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুইটি ছেনি ও একটি রামদা উদ্ধার করেছে। এসময় আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করে থানা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেওয়া বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন-এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।