মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে জান্নাত হোসেন (২৭)নামে এক যুবককে কুপিয়ে হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা চট্রগ্রাম মহাসড়ক অবরোধ,থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে শত শত নারী পুরুষ। বৃহস্পতি বার(৮জানু) সকাল ১১ঘটিকায় উপজেলা ভবেরচর বাসষ্টান্ড এলাকায় ঢাকা চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে নয়ানগর গ্রামের শত শত নারী পুরুষ।এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পরে থানা পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে থানার নতুন গেটের সামনে মানববন্ধন করে তাঁরা। এ সময় স্থানীয় ইউপি সদস্য মামুন রাঢ়ী বলেন, জান্নাত একজন প্রতিবাদী যুবক ছিল,তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয়,আমরা দ্রুত আসামীদের গ্রেফতার ও ফাঁসি চাই। মানববন্ধনে রুবিনা আক্তার নামে এক নারী বলেন,আজ ১৮/২০দিন হয়ে গেলো এখনো একজন আসামিও আটক করতে পারলো না পুলিশ,তাদের কর্মকান্ডে আমরা হতাশ,তাঁরা চুপ কেন? নিহত জান্নাতের মা জাহানারা বেগম বেগম বলেন, আমার চোখের পানি শেষ হয়ে গেছে,ঘুমিয়ে থাকা ছেলেটাকে ডেকে এনে,আমার চোখের সামনেই বুকের মানিককে কুপিয়ে হত্যা করলো, কোথায় গেলে,কার কাছে গেলে বিচার পাবো,আমাকে বলেন আমি সেখানেই যাব আমি আর সহ্য করতে পারছি না। বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:হাসান আলী বলেন,আমরা জান্নাত হত্যাকারীদের গ্রেফতার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি,দ্রুত আসামীদের গ্রেফতার ক রা সম্ভব হবে।