ইন্দুরকানীতে গণভোট বিষয়ে সচেতনতা সভা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০১:২৮ পিএম
ইন্দুরকানীতে গণভোট বিষয়ে সচেতনতা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে সাংবাদিকদের নিয়ে পোস্টাল ভোট ও গণভোট বিষয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে ছবির ফ্যাক্ট চেকিং ও নির্বাচন আচরণবিধি বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দীন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান খান, নির্বাহী সদস্য ও দৈনিক সমকালের প্রতিনিধি আহসানুল হক ছগির, কে এম শামীম রেজা, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা। সভায় সাংবাদিকদের ভোটকেন্দ্র পরিদর্শনকালে করণীয় দায়িত্ব ও দায়িত্বশীল আচরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, প্রার্থীরা যেন অবশ্যই নির্বাচন আচরণবিধি মেনে চলেন এবং ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম বা সংঘর্ষের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। সভা শেষে উপস্থিত সাংবাদিকরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে