গাছ বোঝাই ঠেলাগাড়িসহ পুরাতন একটি আয়রন ব্রিজ ভেঙে খালে পরে একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের চুন্নু সরদারের বাড়ির সামনের আয়রন ব্রিজে। দুর্ঘটনার পর ওই এলাকার বাসিন্দাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড় গাছ বোঝাই একটি ঠেলাগাড়ি পুরাতন ওই আয়রন ব্রিজ পারাপারের সময় আকস্মিকভাবে ব্রিজের একাংশ ভেঙে পরে যায়। এতে গাছসহ ঠেলাগাড়িটি খালে পরে গেছে। এ ঘটনায় ব্রিজ পারাপারের সময় আরিফ নামের এক যুবক আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ওই এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লীসহ সাধারণ মানুষের চলাচলে বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. চুন্নু সরদার বলেন, আমি গাছ ক্রেতা মাসুদ সরদারকে আগেই বলেছিলাম ব্রিজটির অবস্থা ভালো নয়। অন্যকোনো পথ দিয়ে গাছ নেয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু সে আমার কথা না শুনে পুরাতন ব্রিজের ওপর দিয়েই গাছ নেয়ার সময় ব্রিজের একাংশ ভেঙে খালের মধ্যে পরেছে। তিনি আরও বলেন-দুর্ঘটনার পর পরই গাছ বোঝাই ঠেলাগাড়ির চালক ও শ্রমিকসহ গাছ ক্রেতা মাসুদ সরদার গাছ ফেলে পালিয়ে গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠিয়ে জনসাধারণের চলাচলে যেনো কোনধরনের দুর্ভোগের সৃষ্টি না হয়, সে ব্যাপারে তাৎক্ষনিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।