চরভদ্রাসনে কম্বল বিতরন করলেন ইউএনও

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০২:১৮ পিএম
চরভদ্রাসনে কম্বল বিতরন করলেন ইউএনও

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন গত বুধবার দিবাগত রাতে চরাঞ্চলের ১৫০ পরিবার ঘরে ঘুরে শীতবস্ত্র কম্বল বিতরন করেছেন। এসব কম্বল বিতরনকালে ইউএনও’র সাথে ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা মৎস্য অফিসার নাঈম হোসেন বিপ্লব ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান প্রমূখ। ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর কর্তৃক এবং জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দকৃত এসব কম্বল দুস্থদের মাঝে বিতরন করা হয়। জানা যায়, ওই রাতে উপজেলা সদর ইউনিয়নের পদ্মা নদী পার এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন ইউএনও। তিনি উপজেলা বালিয়া ডাঙ্গী গ্রামের ভাঙন কবলিত পদ্মা পার এলাকার প্রতি পরিবারে একটি করে ৫০টি পরিবারের মাঝে ৫০টি কম্বল বিতরন করেন। একই সাথে পার্শ্ববতী হাজী ডাঙ্গী গ্রামে পদ্মা পারের প্রতি পরিবারে একটি করে আরও ৫০টি পরিবারে ৫০টি কম্বল এবং বালিয়া ডাঙ্গী গ্রামের জেলাখানা এলাকায় ছিন্নমূল পরিবারের মাঝে ৫০টি কম্বল বিতরন সহ ওই রাতে দুস্থদের মাঝে মোট ১৫০টি শীতবস্ত্র কম্বল বিতরন করা হয় বলে জানা যায়। এসব কম্বল পেয়ে বেজায় খুশি দুস্থরা। এরধ্যে হাজীডাঙ্গী গ্রামের শেখ সামসুদ্দিন (৫৫) জানায়, “আমাদের গ্রামের প্রত্যেক ঘরে ঘরে কম্বল দিয়ে গেছেন ইউএনও। এসব কম্বল উপজেলার বাজারে পাওয়া যায় না। তাই শীত নিবারুনের জন্য কম্বলগুলো আমাগো অনেক উপকারে আসবে”।

আপনার জেলার সংবাদ পড়তে