কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০২:৪৩ পিএম
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন

পিরোজপুরের কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও  জাতীয় শিক্ষা সপ্তাহের আহবায়ক মোঃ আসাদুজ্জামান। উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ। শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ কৃতি শিক্ষার্থী ও শিক্ষককে পুরস্কার প্রদান, কেরাত, হামদ, নাথ, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক, নজরুল ও রবীন্দ্র সংগীত, নৃত্য ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।