পিরোজপুরের কাউখালীতে উপজেলা বিএনপি'র আয়োজনে উত্তর বাজার পুরাতন হাসপাতাল মাঠে বৃহস্পতিবার সকালে ১১টায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন। উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিকী, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, মহিলা দলের নেত্রী শামীম আরা নুপুর, পাঁচ ইউনিয়ন বিএনপির সভাপতি মুনিরুজ্জামান মিন্টু, হাফিজুল হক ইউলেট, এম শহীদুল আলম বাদল, মোঃ ইকবাল হোসেন, মোঃ নজরুল ইসলাম তালুকদার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ শোক সভায় বক্তব্য রাখেন। শোক সভায় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা জুবায়ের হোসেন।