গোপালপুরে একদিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) :
| আপডেট: ৮ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৩ পিএম | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৩ পিএম
গোপালপুরে একদিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প

মানবসেবার মহান ব্রত নিয়ে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নারুচী গ্রামে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প। উপজেলার নারুচী গ্রামে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। “মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু ফ্রি মেডিক্যাল ক্যাম্প”শীর্ষক এ আয়োজনে চিকিৎসক হিসেবে রোগী দেখেন সেনা কম্বাইন্ড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ। দিনব্যাপী এ ক্যাম্পে শিশু, নারী, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিশেষ করে গ্রামীণ ও অসহায় মানুষের জন্য এ উদ্যোগ ছিল অত্যন্ত সময়োপযোগী ও মানবিক। মেডিক্যাল ক্যাম্পটি আয়োজন করা হয় নারুচী মীর বাড়ি মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে।  ক্যাম্পের সার্বিক আয়োজন করেন মীর নাজমুল হক জামিল, সহ-সাধারণ সম্পাদক, হেমনগড় ইউনিয়ন বিএনপি ও শাহ আলম খান রিপন, প্রতিষ্ঠাতা পরিচালক, সেনা কম্বাইন্ড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, টাঙ্গাইল। আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অসচ্ছল মানুষ যাতে সহজেই চিকিৎসা সেবা পেতে পারে- সেই লক্ষ্যেই এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীরা জানান, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন। অনেকেই এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকাবাসীর মতে, এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প গ্রামীণ জনপদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মানবসেবার ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে