সাতক্ষীরায় সংস্কৃতির মেলবন্ধনে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০৪:১৩ পিএম
সাতক্ষীরায় সংস্কৃতির মেলবন্ধনে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

শীতের কোমল সকালে কুয়াশা ভেদ করে যখন বিদ্যালয় প্রাঙ্গণে ভেসে আসে সুর, ছন্দ আর শব্দের মায়া-তখনই যেন বোঝা যায়, শিক্ষা শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, রচনা, বিতর্ক, অভিনয়, হামদ, নাত ও ক্বেরাতসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় চত্বর। কারও কণ্ঠে দেশপ্রেমের গান, কারও আবৃত্তিতে ভাষার সৌন্দর্য, আবার কারও অভিনয়ে উঠে আসে সমাজ ও জীবনের নানা গল্প। প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সাহিত্য ও সংস্কৃতির চর্চা অত্যন্ত জরুরি। এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু, শহিদুল ইসলাম, শ্যামল সরকার, ইন্দ্রজিত সাধু, প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, শিক্ষা কর্মকর্তা সানজিদা খাতুনসহ শিক্ষক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। আয়োজকদের ভাষ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দমুখর পরিবেশ তৈরি করে-যেখানে শিখন আর সৃষ্টির বন্ধন আরও দৃঢ় হয়।

আপনার জেলার সংবাদ পড়তে