ভেড়ামারায় শীতার্ত পরিবারসমূহের কম্বল বিতরণ

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৪০ পিএম
ভেড়ামারায় শীতার্ত পরিবারসমূহের কম্বল বিতরণ

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর আওতাধীন কুষ্টিয়ার ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে বৃহস্পতিবার বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকার ৫০০ (পাঁচশত) শীতার্ত, দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) আলহাজ্ব রবিউল আওয়াল। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংরক্ষণ) রবিউল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) শিমুল কুমার বর্মন, নির্বাহী প্রকৌশলী/ব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ-এর সংশ্লিষ্ট সকলকে এমন একটি মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমাজের সকল শ্রেণির সামর্থবান ব্যক্তিদের শীতার্ত ও অসহায় মানুষের পাশে এভাবে এগিয়ে আসার আহ্বান জানান। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) আলহাজ্ব রবিউল আওয়াল তার বক্তব্যে বলেন,  বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী উল্লেখ করেন যে, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক স্যারকে একান্ত আন্তরিকতায় কোম্পানির সিএসআর কার্যক্রমের আওতায় শীতার্ত পরিবারসমূহের মধ্যে এ কম্বল বিতরণ করা হচ্ছে।    নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানি হিসেবে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে বিদ্যুৎ কেন্দ্রের পাশ্ববর্তী এলাকার অসহায় ও দরিদ্র জনবলকে বিভিন্ন ধরণের সহায়তা প্রদান করে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে