মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা অংশে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় তিনজন জেলেকে আটক করা হয়েছে। মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে। বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন-আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোর্পদ করার পর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি অভ্র জ্যোতি বড়াল প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। তিনি আরও জানিয়েছেন-জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইব্রাহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।