আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে নওগাঁর সাপাহারে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে সরকার। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় সাপাহার সদরের জিরো পয়েন্ট এলাকায় আয়োজন করা হয় ‘ভ্রাম্যমাণ ভোটের গাড়ি’ কর্মসূচি। দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যে পরিচালিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল ভোটাধিকার সম্পর্কে জনগণকে সচেতন করা, গণভোটের গুরুত্ব তুলে ধরা এবং অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ গড়ে তোলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত সুপার কারাভ্যান বহরের ভ্রাম্যমাণ গাড়িতে ঘণ্টাব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, সাপাহার প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রচারণার অংশ হিসেবে বড় পর্দায় জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও সীমান্তে নিহত ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসব প্রামাণ্যচিত্রে গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ বক্তব্য সম্প্রচার করা হয়। বক্তব্যে তিনি গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরেন। স্থানীয়রা জানান, ভ্রাম্যমাণ এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে নির্বাচন বিষয়ে আগ্রহ বাড়াতে সহায়ক হচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন। সংশ্লিষ্টদের আশা, সাপাহারসহ প্রত্যন্ত অঞ্চলে পরিচালিত এই ‘ভোটের গাড়ি’ কর্মসূচি নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।