চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সোবানপুর রাস্তার মাথায় মোটরসাইকেলের ধাক্কায় মজিবর মাল(৩৮) এক মুদি দোকানদারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার সময় বাঘড়াবাজার - সোবানপুর সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর সোবহানপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একজন দোকানদার। তার নাবালক দুটি সন্তান রয়েছে। পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে,সাইকেল চালিয়ে বাজারে আসা যাওয়া করতো মজিবর। ওইদিন বাজার করে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী মজিবরের ওপর উঠিয়ে দিলে সে রাস্তায় ছিটকে পড়ে।গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চাঁদপুর সদর থানার এসআই মহসিন ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে। মোটরসাইকেলটি জব্দসহ আরোহী দুজনকে স্থানীয়রা আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে থানা সূত্রে জানা যায়।