জকসু নির্বাচনে এজি এস পদে নির্বাচিত হয়েছেন পাটকেলঘাটার ছেলে মাসুদ রানা

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ১০:৪০ পিএম
জকসু নির্বাচনে এজি এস পদে নির্বাচিত হয়েছেন  পাটকেলঘাটার ছেলে মাসুদ রানা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিয়াল ডাঙ্গা  গ্রামের মোজাম মোড়লের ছেলে  মাসুদ রানা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১টা ১৫ মিনিটে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। ঘোষিত ফলে মাসুদ রানা এজিএস পদে নির্বাচিত হন।মাসুদ রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর (২০১৯-২০ শিক্ষাবর্ষ) নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়, ছাত্ররাজনীতি চর্চা এবং সহনশীল ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় তিনি নিয়মিত ভূমিকা রেখে আসছেন। তিনি ‘আপ বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে জুলাই আন্দোলনে তিনি সম্মুখ সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে