টাঙ্গাইলের ভূঞাপুরে অননুমোদিতভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী রশিদুল (২২) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনের আওতায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।