বাঘায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ০৩:০২ পিএম
বাঘায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
রাজশাহীর বাঘায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে বাউসা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ। বাউসা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপিন সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রমেস দত্ত, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুস সালাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, বাঘা পৌর বিএনপিন সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মুকুল, বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাকিম মাস্টার প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে