স্বেচ্ছাসেবক দলের মুসাব্বির হত্যাকাণ্ডে শুটারদের চেহারা আরও স্পষ্ট: পুলিশ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ০৩:০৭ পিএম
স্বেচ্ছাসেবক দলের মুসাব্বির হত্যাকাণ্ডে শুটারদের চেহারা আরও স্পষ্ট: পুলিশ
ছবি, সংগৃহিত

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার শুটারদের চেহারা আরও স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, নতুন সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে, যেখানে শুটারদের চেহারা আরও স্পষ্ট। সেগুলো বিশ্লেষণ করে সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ ক্যশৈনু রাজধানীতে শুক্রবার সকালে সাংবাদিকদের এ কথা জানান। 

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার দুই দিন পার হলো। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। 

তেজগাঁও থানার ওসি বলেন, কী কারণে এ হত্যা, তা নিশ্চিত নয়। তবে সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। তিনি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক। তার সঙ্গে থাকা আরেকজন গুলিবিদ্ধ হয়েন। তার নাম আবু সুফিয়ান।

আপনার জেলার সংবাদ পড়তে