অবশেষে পোরশায় বিএনপি দুই গ্রুপের মিলন

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ): | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৯ পিএম
অবশেষে পোরশায় বিএনপি দুই গ্রুপের মিলন

অবশেষে নওগাঁর পোরশায় বিএনপি দুই গ্রুপ এক হয়েছে। এই দুই গ্রুপ এক হওয়ার পিছনে কাজ করেছেন নওগাঁ-১ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান। শুক্রবার দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এক দোয়া মাহফিলের পরে এই একত্রিত করণের সুচনা করা হয়। দুই গ্রুপের নেতা তৌফিকুর রহমান চৌধুরী ও সাদেকুল ইসলামকে হাত মিলিয়ে দিয়ে একত্রিত করেন চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহ্ খালেদ হাসান চৌধুরী পাহিন। এসময় মাইক স্পিকারে ঘোষনা করছিলেন সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান। বহুদিন বিভাজিত থাকা গ্রুপ দুটি এক হওয়ায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আনন্দিত। এক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা শরিফুল ইসলাম ও কয়েকজন স্থানীয় নেতা বলেন, উপজেলার নেতৃত্বদানকারী আসল বিএনপি এখন চাঙ্গা হবে। উপজেলাবাসী দিনটির অপেক্ষা করছিলেন বলে তারা জানান। তারা মনে করেন উপজেলা বিএনপি এখন নিরাপদ একটি স্থান এবং এতে বিএনপির কার্যক্রম এ উপজেলায় আরো গতি পেল বলে মনে করছেন তারা। এসময় ৫শতাধীক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে