সৈয়দপুরে ইট ভাটায় অভিযান জরিমানা আদায়

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৯ জানুয়ারী, ২০২৬, ০৪:২৬ পিএম | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ০৪:২৬ পিএম
সৈয়দপুরে ইট ভাটায় অভিযান জরিমানা আদায়

নীলফামারীর সৈয়দপুরে বেশ কয়েকটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানা আদায় করা হয়।  ৮ জানুয়ারী ওই অভিযান চালানো হয় পরিবেশ অধিদপ্তর, নীলফামারী কার্যালয় ও মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং,পরিবেশ অধিদপ্তর,সদর দপ্তর ঢাকা এর যৌথ উদ্যোগে। সৈয়দপুর উপজেলার কামারপুকুর এলাকায় মোঃ এমদাদুল হক এর মালিকানাধীন মেসার্স সোনার বাংলা ব্রিকস, দলুয়া মুন্সি পাড়া এলাকায় সুরেশ সিংহানিয়ার মালিকানাধীন মেসার্স  বি পি এল-২ ব্রিকস, মোঃ এজাজ আহমেদ এর মালিকানাধীন মেসার্স এ এস বি ব্রিকস, কদমতলী এলাকায় মোঃ ওবায়দুল ইসলাম এর মালিকানাধীন ব্রিকস লিংক লিমিটেড   সহ ৪ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হ। অভিযানে ৪টি ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লংঘনের দায়ে  ১৯ লক্ষ টাকা জরিমানা করেন । অভিযানকালে উল্লেখিত ইটভাটাসমূহের কিলন স্কেভেটর দিয়ে আংশিকভাবে গুড়িয়ে দেওয়াসহ কাঁচা ইট ধ্বংস করা হয়। মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে সৈয়দপুর উপজেলা পুলিশ বিভাগ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-১৩, বাংলাদেশ সেনাবাহিনী, নীলফামারী জেলা ও নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস-এর একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।