বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দিনাজপুরের সুকন্যা ও গণতন্ত্র পূণরুদ্ধারের অবিসংবাদিত আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিরল কেন্দ্রীয় শহূদ মিনার চত্ত্বরে দোয়া মাহফিল শেষে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন এর সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বৃহত্তর বিজোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ। পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সহসভাপতি শরিফুল ইসলাম, উপজেলা মহিলা দলের আহ্বায়ক জেবুন নাহার, পৌর শ্রমিকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, পৌর ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা ফেলদৌস আলম, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি জহরুল ইসলাম আম্বলিয়া, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বিপ্লব, পৌরযুবদলের যুগ্ম আহ্বায়ক বাদল, উপজেলা তাঁতীঁদলের সদস্য আমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। মুনাজাত পরিচালনা করেন পৌর ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা ফেলদৌস আলম। শেষে পৌর এলাকার শীতার্থ ব্যাক্তিবর্গের মাঝে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন এর সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।