বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা পার্থ শেখ

এফএনএস বিনোদন | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ০৬:২৭ পিএম
বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা পার্থ শেখ

ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ পার্থ শেখ জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। দীর্ঘদিনের প্রেমিকা সামিহা রহমানকে বিয়ে করেছেন এই অভিনেতা। গত বৃহস্পতিবার বিয়ে করেছেন এই দম্পতি। ঢাকার নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে তাদের  বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যেখানে তাঁদের দুই পরিবারের সদস্য ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। ফেসুবকে পার্থ-সামিহা নানা সময়ে একসঙ্গে ছবিও পোস্ট করতেন। দীর্ঘদিনের সেই প্রেমিকাকে বিয়ে করলেন পার্থ। পার্থ ও সামিহার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু। এই নির্মাতা সামাজিক মাধ্যমে নবদম্পতির একটি ছবি প্রকাশ করে শুভকামনা জানিয়ে লেখেন, ‘নতুন জীবন সুন্দর হোক পার্থ শেখ।’ শেয়ার করা ছবিতে দেখা যায়, বর-বধু সাজে পার্থ ও সামিহা হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছেন। বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধু। জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পার্থের বিয়ের খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই দম্পতি। পার্থ শেখ মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। মডেলিং ও অভিনয় দিয়ে গত দুই বছরে পার্থ বেশি পরিচিতি পেয়েছেন। নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি ওয়েব সিরিজ কারাগারেও দেখা গেছে তাকে।