নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের সংবাদ সঠিক নয়। এরআগে দেশের বেশ কয়েকটি গণমাধ্যম পাবনার দু’টি আসনে নির্বাচন স্থগিতের সংবাদ প্রকাশ করে। তবে তা নিয়ে নির্বাচন কমিশন দিয়েছে ভিন্ন প্রতিক্রিয়া।
নির্বাচন কমিশন শুক্রবার এক বার্তায় জানায়, কমিশনের উদ্ধৃতি দিয়ে যেসব প্রতিবেদনে নির্বাচন স্থগিতের কথা বলা হয়েছে, সেগুলো সঠিক নয়। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে এবং এরইমধ্যে প্রকাশিত এমন প্রতিবেদন প্রত্যাহারের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।
তবে ইসি সূত্র জানায়, সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ইসি আব্দুর রহমানেল মাছউদ জানান, ‘আপিল বিভাগের আদেশেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।’
হাইকোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়। এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।