বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়াই প্রথম নারীর ক্ষমতায়ন চেয়েছিলেন। সেই লক্ষ্যেই মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। নারীরা খালেদা জিয়ার প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রত্যয় ব্যক্ত করতেই ধানের শীষে ভোট দিতে চায়। বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুুর ইউনিয়নে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে রহমতপুুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বরিশাল -৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন তার বক্তব্যে এসব কথা বলেন। দোয়া মোনাজাত অনুষ্ঠানে এই সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আমার রক্তের সঙ্গে মিশে গেছেন। যতদিন বাঁচবো আপনাদের সাথেই থাকতে চাই। বাবুগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি, বাবুগঞ্জের মাটি খালেদা জিয়ার ঘাঁটি বলে স্লোগান দিয়ে স্থানীয় নেতা কর্মীদের উজ্জীবিত করেন। উপজেলার বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেল ৪ টায় জনতার ঢ'লে পরিপূর্ণ হয় দোয়া মোনাজাতের মাঠ। উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম পিন্স, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল করিম হাওলাদার, মোঃ নজরুল ইসলাম বাদশা, রহমতপুুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাজন সিকদার, যুবদল সভাপতি মোঃ রাকিবুল হাসান খান রাকিব, সদস্য সচিব ওবায়দুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্র দলের আহবায়ক আতিক আলামিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা ওলামা দলের আহবায়ক কারী আব্দুল কাইয়ুম।