তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করেছে আমেরিকাস্থ সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি (ইউএসএ) ইনক এর কার্যকরী সভাপতি ও বৃহত্তর নোয়াখালী সোসাইটির (ইউএসএ) ইনক এর কার্যকরী কমিটির নির্বাহী সদস্য, চট্টগ্রাম মহানগর ডবলমরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সদস্য, সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের কৃতি সন্তান এএসএম মাঈন উদ্দিন বাবলুর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (৯ জানুয়ারী) বাদ জুম্মা সেনবাগ পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর শাহাপুর বায়তুল মামুর জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন - মসজিদের খতিব মুফতি মুহাম্মদ জুলফিকার আলি।