পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলামকে (৬০) কুপিয়ে জখম করেছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। গত শুক্রবার দিবাগত রাত ৮টায় শিয়ালকাঠি ইউনিয়নের সিএনভি রোডে ব্রিজের ডালে মাদ্রাসার সামনে পার্শ্ববর্তী চিড়াপাড়া ইউনিয়নের সীমানা জিবগা সাতুরিয়ার ছোট একটি খালের উপরে সাঁকো (চার) দিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারীরা এখান থেকে মাদক বিক্রি করে আসছে। ইউপি সদস্য উক্ত সাঁকোটি উঠিয়ে দেয়। কিন্তু মাদক কারবারিরা সাঁকোটি আবার পুনরায় দেয়। উক্ত স্থান দিয়ে ইউপি সদস্য নজরুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাবার পথে মাদকদ্রব্য বেচা কেনার প্রতিবাদ করলে এনিয়ে তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে জিবগা সাতুরিয়া গ্রামের মাহবুব কারীর ছেলে ফেরদৌস কারী, মাহবুব কারী ও শিয়ালকাঠী গ্রামের শাহীন পিতা মোস্তফা রামদা দিয়ে ইউপি সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে তার কাছে থাকা নগদ ৬০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ডাক চিৎকারে কারে শুনে এলাকাবাসী এসে মাদক কারবারি ফেরদৌসকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এবং মারাত্মক আহত অবস্থায় নজরুল ইসলামকে কাউখালী হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আহত নজরুল ইসলামের বড় ভাই আহসানুল ইসলাম বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেছেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসান বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে পুলিশ মূল আসামী মোঃ ফেরদৌস ফরাজী (২৮) কে গ্রেফতার করেছে। আসামীকে আদালতে সোপর্দ করা হয়।