সৌদি আরবে এমবাপে, এল ক্লাসিকোয় ফিরবেন কি রিয়ালের তারকা?

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ০২:১৯ পিএম
সৌদি আরবে এমবাপে, এল ক্লাসিকোয় ফিরবেন কি রিয়ালের তারকা?

স্প্যানিশ সুপার কাপের ফাইনাল সামনে রেখে সৌদি আরবে পৌঁছেছেন কিলিয়ান এমবাপে। পায়ের চোটে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকলেও তাকে নিয়ে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে জায়গা হয়েছে। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় তার মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা।

রিয়াল মাদ্রিদের সঙ্গে সৌদি আরব সফরের আগে মাদ্রিদে দলের অনুশীলন সেশনে অংশ নেন এমবাপে। এরপর সৌদি আরবে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, “সালাম আলাইকুম সৌদি আরব।” রোববার বাংলাদেশ সময় রাত ১টায় জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

এমবাপের ফিটনেস এখন রিয়াল শিবিরের সবচেয়ে বড় আলোচনার বিষয়। বাঁ হাঁটুর লিগামেন্টের চোটে গত ডিসেম্বর থেকে মাঠের বাইরে তিনি। লা লিগায় মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড গত বছর এক পঞ্জিকাবর্ষে রেকর্ড ৫৯ গোল করেন। তবে চোটের কারণে লা লিগার একটি ম্যাচ ও সুপার কাপের সেমিফাইনালে তাকে পায়নি রিয়াল।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ জাবি আলোনসো এমবাপের ফেরার বিষয়ে আশাবাদী। তিনি বলেন, “কিলিয়ান এখন অনেক ভালো আছে। সে অনুশীলন করেছে এবং ভালো অনুভব করছে। ফাইনালের আগে তাকে স্কোয়াডের অন্য সদস্যদের মতোই মূল্যায়ন করা হবে।” কোচের এই মন্তব্যে ফাইনালে তার মাঠে নামার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

এদিকে এল ক্লাসিকোর আগে আত্মবিশ্বাসী রিয়াল শিবির। গত মৌসুমে চারটি ক্লাসিকোর সবকটিতেই হেরেছিল তারা। তবে চলতি মৌসুমে প্রথম দেখাতেই বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল। সুপার কাপের ফাইনালের আগে দলটির গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেন, “গত মৌসুমে আমরা তাদের বিপক্ষে দুটি ফাইনালে হেরেছি। এবার জিততেই হবে। প্রতিশোধ নেওয়ার ক্ষুধা আমাদের আছে।”

বার্সেলোনাও শক্ত অবস্থানে রয়েছে। সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে কাতালান ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৪ ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে তারা। গত মৌসুমের সুপার কাপ ফাইনালে জেদ্দাতেই রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল বার্সা।

এই নিয়ে টানা চতুর্থবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আগের তিন দেখায় দুইবারই শিরোপা গেছে কাতালানদের ঘরে। এবার সৌদি আরবের মাটিতে এমবাপের সম্ভাব্য প্রত্যাবর্তন এল ক্লাসিকোকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে।