শনিবার (১০ জানুয়ারী) সকালে যশোরের ঝিকরগাছায় ঝিকরগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেড (কালব) এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা মহিলা কলেজ শিক্ষক-কর্মচারী মিলনায়তনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কালব‘র সভাপতি গিয়াস উদ্দীন। সভায় প্রধান অতিথি ও বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন - কালব‘র পরিচালক শেখ শহিদুল ইসলাম ও নুরোল ইসলাম, অধ্যক্ষ শামসুর রহমান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলিয়াস উদ্দীন, ইসমাইল হোসেন সোহাগ, পীযূষ কান্তি সরকার, এসএম আমিরুল ইসলাম, পলাশ কুমার কর, রমা রানী। অনুষ্ঠান পরিচালনা করে ইসমাইল হোসেন ড্যানি। সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শতাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। সমিতির ৩ কোটি ৮৫ লক্ষ ৪২ হাজার ৮৯৭ টাকার লভ্যাংশ শিক্ষক কর্মচারীদের মাঝে লভ্যাংশ বিতরণ করা হয়।