সিংড়ায় এতিম-অসহায় পেল শীতবস্ত্র

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ০২:৫৩ পিএম
সিংড়ায় এতিম-অসহায় পেল শীতবস্ত্র

নাটোরের সিংড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। শনিবার বেলা ১২ টায় উপজেলার শেরকোল উচ্চ বিদ্যালয় মাঠে সহস্রাধিক এতিম-অসহায়দের নিয়ে এই দোয়ার আয়োজন করে শেরকোল ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন। পরে দোয়া অনুষ্ঠানে আগত সহস্রাধিক শীতার্তদের হাতে তুলে দেয়া হয় একটি করে (কম্বল) শীতবস্ত্র। আর তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর দোয়া ও একই সাথে শীতবস্ত্র পেয়ে শীতার্তরাও যেন বেশ খুশি। দোয়া অনুষ্ঠানে ৮ নম্বর শেরকোল ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, সদস্য রুহুল আমিন, থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আলীম খাজা, শেরকোল ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক আখের আলী, যুবদল নেতা পলাশ মাহমুদ, ছাত্রদল নেতা শিহাব উদ্দিন শান্ত প্রমূখ। দোয়া পরিচালনা করেন ওলামাদল নেতা মাওলানা আব্দুল হাকিম।

আপনার জেলার সংবাদ পড়তে