কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নে অবস্থিত গোড়াউত্রা নদীর পাড়ে হাসানপুর গ্রামটি কয়েক শত বছরের জেলেপল্লী মুসলমান ও হিন্দুদের একমাত্র পেশা নদীতে জাল টান দিয়ে মাছ বিক্রিয় করে তারা চলে। এই ঐতিহ্যটি তারা এখনও নদী ভাঙ্গনের মধ্যে দিয়ে ও হাল ছাড়েননি। তাদের ছেলে মেয়েরা নদীর পাড় থেকে ও এখন সুশিক্ষায় শিক্ষিত হচ্ছেন। জেলে পল্লীর লোকজন জানান, তারা সমস্ত দিন জাল টেনে যা মাছ নদী থেকে তুলে আনেন তা পাইকারি অথবা গ্রামে গঞ্জে বিক্রিয় করে আয় করেন। তা দিয়ে তাদের সংসার চালাতে গিয়ে খুব কষ্টের মধ্যে দিয়ে চলে। এ দিকে নিকলী উপজেলার ধামপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামের জেলে পল্লীতেও একি অবস্থায় তারা সংসার চালান। এ দুই উপজেলার দুটি জেলে পল্লীর লোকজন এভাবেই তাদের সংসার চলে বলে উল্লেখ করেন।