ঝিনাইদহের কালীগঞ্জে গলাই ফাঁস দেওয়া অজ্ঞাত এক যুবকের(২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের গুনজোনগর মাঠের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে থেকে তার মরদেহ ওই গাছে ঝুলছিল। স্থানীয়রা বলছেন, রোববার দুপুর ১ টারদিকে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান তার মরদেহ গাছে ঝুলছে। পরে পুলিশে খবর দিলে তারা তার মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে কয়েকদিন ধরেই তার মরদেহ গাছে ঝুলছে। মাঠের ওই লিচু বাগানটি লোকালয় থেকে একটু দুরে হওয়ায় এতোদিন কারো নজরে আসেনি। ঝুলন্ত ওই তরুণের পরণে কালো জিন্সের প্যান্ট ও গায়ে লাল-কালো সুয়েটার পরিহিত ছিল। যুবকের পায়ের স্যান্ডেল গাছের সাথে ঝুলানো ছিল। অনেকে বলছেন অন্য কোথা ওথেকে তাকে এনে হত্যা করে এখানে রশি দিয়ে ঝুলিয়ে রাখা হতে পারে। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে অজ্ঞাত ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, সে আত্মহত্যা করেছে না কেউ তাকে হত্যার পর গাছে ঝুরিয়ে রেখেছে তা ময়না তদন্তের পর জানা যাবে বলে যোগ করেন।